আমি নহি সম্রাট বা কোন বাদশাহ !
ইচ্ছে যত- ঐ মত, ভাবনা অহরহ ;
ভোটে জিতে, গদিতে আসা -
নেই সব্র,কামানা তীব্র, মনোনেশা ,
ঠাঁট-বাট যেন- নৃপ , মহারাজ-
সদা ঘিরে আড়ম্বরে, করি কাজ !


ধর্ম আমার  জন মাঝে, খেলাটা পাশা -
এভাবে মনেতে পুষি রকমারি,আশা ,
লোক মুখে শুনি মম বিরোধ বাণী-
সবে করে গোপনে কানাকানি ,
যতো সব রংতামাশা -
ওরা অবুঝ ! অপদার্থ সত্যানাশা !


আছে গচ্ছিত কাছে, জনতার প্রচুর পয়সা ,
পূজিয়া লক্ষ্মী, জীবনে মেলে পরম ভরসা ৷
কত না বাঁধি মনেতে, আশার সুগভীর বাসা,
মম মতি রাজ কাজে, দেখায় জ্যোতি,খাসা !


সরল সনে, কুটিল চাল চেলে -
দিব্যি থাকি নির্ভয়ে- তেলে জলে ;
কভু কেহ ! নিন্দে বাণীতে করে আরতি-
বলি, এটা কুচেষ্টা- চক্রীর ভীমরতি ৷
বুঝাই সবারে সদাবাহারে, এখন দেশ চলে !
দেখি, আস্থার উপর নিত্য নব দিন ঢলে ৷


কখনো ভুলে পড়িলে নেতার গলে,
কেহ যদি চলে কোন কালে ?
জেন, দুঃখ জুটিবে কেবলি ভালে !
তাই চলো আমার তালে-তালে ৷
নেতর ধর্ম নেতার কাজ -
নীরবে সহে ব্যাপক সমাজ,
ভরুক না দেশ মহা আকালে ?
কু-কর্ম সব ঢাকিব, মায়াজালে !


তবু কামনা, সুষ্ঠু হোক সবার জীবন -
সুখে ভরা থাক আমার আঙন !
এমনি ধারায় দেশ চালাই-
সবার অগ্রে চাই মালাই !
আমি নেশায় করিনা কর্ম অমুলক,
পদবি লভি না বাদশা তুঘলক !!....
(ইং-07-08-2016)