গুরু, নেতা ,উপদেশক কথা দ্বারা আয় ,
দুধ-মধু-ক্ষীর-মাখন তাঁরা পায় ;
সব 'কাজের কথা'- তাঁরা বলে যায়
বাকিরা শুনে শুনে শেষগতি, হাবুডুবু খায় ।
দুঃখের বোলবালা হিসাব খাতায় -
হাত শূন্য, তাই হাতমলে বেড়ায় ।


আজীবন আরো আছে শেখার
সবার চলনধারা লোকাচার
সবই কাজের , না প্রতিবাদ, অবোঝার ;
খবরদার ! “বুঝি নাই” বল্লেই শাস্তি ,
হবে সমাজদ্রোহিতার বিচার !
এটাই 'কাজের কথা' , সমাচার ।


(৩০-০৯-২০২৩)