আমরা কি খুঁজি সত্য- খাঁটির ?
আবার ঘট গড়তে গড়তে গড়ি বাঁদর ,
এটা কার দোষ, মনে হয় না সে মাটির।


সমাজের রন্ধ্রে রন্ধ্রে ভরা দুর্গন্ধে
দায়ি কে ? ঘূর্ণাক্ষরে না খোঁজ-খবর
অভ্যাসের দাস সহ্যতে সকাল সন্ধ্যে ।


সব কথা বলি, কাজের কথা
সৎ চিন্তা, সৎ ভাবনা, না হেয়ালী ,
তবু নিজ কথায় ঘোল খাই অযথা ।


যত্ন করে লিখে রাখি হিসাব খাতা
একদিন প্রমাণ মেলে সব জোড়াতালি
এমন কি ভুলে ভরা আগামাথা ।


(৩০-০৯-২০২৩)