চালুনিতে চেলে চেলে পরে  
ধান-গম-সর্ষপ তারা খোসা ছাড়ে ;
রেখে যায় পাহাড় প্রমাণ ভুষি ,
শস্যের রূপ হেরি চাষী হয় মহাখুশী ।


‘কাজের কথা’-- আসমুদ্র শব্দজালে
জড়িয়ে নিজেই নিজ ফাঁস আঁটকে গলে !
আরো স্বভাবে সে তেলস মতি
ধরা যায় না, পিছলন অতি !
এক কানে শোনা মাত্র, অন্য কান
রাস্তা বলে দেয়,- সুগম তার প্রস্থান ।
ফাঁটা ঢোল শব্দ করে আবোল-তাবোল
না বোঝা ‘কাজের কথা’ বাড়ায় গণ্ডগোল ।


(৩০-০৯-২০২৩)