মানুষের যদি চাহিদা বাড়ে
জোয়াল পড়ে তার ঘাড়ে ,
একটা গাড়ী থেকে দু’টো হ’লে
চালকও বাড়বে সময় কালে ।


অট্টালিকা চাই ,লোক বেড়েছে
কচিঘাসের আজ জমি কমেছে ,
যৌথ ঘরের হাঁড়ির ভাগ
মা-বাবা এখন বৃদ্ধাশ্রমে যাক ।


চায়ের দোকানে সুখ-দুঃখ কথা
কে শোনে আজ- কার ব্যথা ?
শিশুর খেলাটা টিউশন পড়া
আগে অফিচার হবে যে বড়া ।


শিশুর ভবিষ্যতে আপ্রাণ খেঁটে
অভিভাবকের মুখে রক্ত ওঠে ,
সুখ ! সে তো আলেয়ার ঘোরে
মানুষ ছুটছে গভীর আঁধারে ।


পুঁজিবাদ ,মুনাফায় মস্ত হাসে -
ও বাচাধন ! তুমিও হও বশে ;
করো না চিন্তা , হবে সফল ,
পালটাতে হবে পুরাতন ভোল ।


(১১-০৬-২০২৩)
Officer, অফিচার > দপ্তরের বড় আমলা ।
আলেয়ার ঘোরে > অদৃশ্য মায়ার বন্ধনে । ভোল > বেশ-ভূষা, আচরণ !


কবি সুপ্রিয়া চৌধুরী , (১১-০৬-২০২৩) কাব্য, “পরিণতি”, কালের পরিবর্তন, সামাজিক ঘটনার উপর অপূর্ব কাব্য , সেখানে মুগ্ধ ! প্রেরণা পাই  । তাই ,আমি এ কাব্যটি সম্মানীয় কবির সম্মানে আসরে রাখলাম ।