যার সুখের দিন, পৃথিবীটা ভাবে সমতল ,
সে পিপাসায় হয় না কাতর
পরিশ্রমে খুঁজতে হয় না- পানীয় জল ।
যার অভাব অনটনে ভরা সংসার
দিনে দ্যাখে তারা ,
যদিও অগাধ পাণ্ডিত্ব জ্ঞাননীতি শিক্ষা
জীবন হয় নির্জীব জড়বোধ ধারা ।


ধূর্ত-স্বার্থী রত তৎপর সুযোগের অপেক্ষায়  
নিজ মনোবিকার নিজে বোঝে না সূক্ষ্মতায় ,
সুদূর কুফলে দূষিত করা সমাজ
তারা করে অশুভর চাষ
লোভীর থাকে না আত্ম মর্যদা ,লাজ ।


বুঝতে হবে শেষ পরিণতি
যদি সংস্কারে বৃদ্ধি পায় অমাপা খল
ধ্বংসের রূপ নেয় সুশীতল ধরাতল ,
অকালে ঘুণধরে রাষ্ট্রভিত ,
খর্ব হয় মানব জীবন জ্যোতি ।


যে দেশে যত সততায় জাগে
বাড়ে একতায় বল
আরো শোভা পায় বেশী বিবেক ও আত্মবল ,
ধীরে-ধীরে দেখা দেয় উন্নতির সোপান
পিছে হটে অহেতুক অকাজে সব জঞ্জাল ।


(০৮-১০-২০২২)