সামন্তি বিচার ,একনায়কত্ব ভাবনা ,
নেতার ভাষণের প্রতিচ্ছবি-জাজ্বল্যপনা ;
নেতার যশ-খ্যাতি, প্রতিপত্তি- মান ,
প্রতিটি ভাষণে নেতার আত্মিক ধ্যান ।


প্রস্তাবনার পদ্ধতি, ক্ষুরধার- ছল  
তাঁকে, দুঃখেও জনতা মানে না -খল ,
জাদুকরের ভাষণ ইন্দ্রজালে -
জনতা সব কষ্ট থাকে- ভুলে ।


এ ধারায় চলছে যুগ ,
দেশ নির্মাতা, সংবিধান মান্যে তপস্যী ,
ফাঁকে, অবিশ্বাসী নেতা মালামাল খুব !
গলে, জনতাকে বাঁধিয়ে রাখে আশার -বঁড়শি ।


জনতা বেহুশ- শুনে শুনে ভাষণ কথা -
একসময় থাকে না তার দেশ নিয়ে মাখাব্যথা !!


(২০-০৬-২৩)