বড় পুঁজিপতি কর্পোরেট ঘরাণা
জানে স্বার্থ, নিজ-নিজ ভাবনা ;
দুর্দিনে দেশকে করে কিনারা -
ভাষণে তাকে নিয়ে নেতা আটখানা ।


দেশের মাপকাঠি বেণিয়ার তরাজু ,
তবজ্জ যথেচ্ছা ভাবনা কাজে হুবহু ;
কৃষক মজদুর তারা তো আছে
ধনাঢ্যের কাছে তত না তারা কাজে ।


নেতা দেবে দাম সবার পরিশ্রম
কেবল বেকার তারাই অনিষ্টের যম !
সুখের জন্য রাতদিন খাটো খুব
উঠুক বদনে রক্তাভা ভেব না দুখ্ !


দেশ আগে, না –জীবন ?
দেশসেবায় দাও মন ,
জাগরণে দেশ, কিছু তো হয় পীড়া
অশেষ পরিশ্রমে আমি যে উঠাই বিড়া ,
আগে কেহ ছিল না ওস্তাদ,- এমতঃ
আমিই সব করি দূর, দুঃখ-ক্ষত ।


(০৮-০৬-২০২৩)
তবজ্জ > দাম, মহত্ত্ব । বিড়া > এখানে কষ্ট, ক্লেশ ।