বিদেশের মাটিতে, দেশের নেতা
বলে চলেন নিজ যোগ্যতার কথা ;
“আমার দেশে গরীব নির্মূল -
চারিদিকে জয়-জয়কার! অতুল ।
মূল্য বৃদ্ধিতে ঘাটতি হয়েছে ভরপাই ,
এর জন্য কারো মাথাব্যথা নাই ।


নানা 'কর' লাগিয়ে
তহবিল দিয়েছি ভরিয়ে !
যদিও ফারাক ডলার আর টাকায়
তিজোরী ভরি করে কৌশল- উপায় ।”


“এমন সুবর্ণ সুযোগ , ছিল না আগে দেশে
সরকারী উৎপাদন সম্পত্তি সাফ ,
তাই আজ জনতা এগিয়ে কয়েক ধাপ ,
লোক দানে ভোট, মম কর্মরে ভালোবেসে ।


সবে পুনঃ হবে স্বয়ং কলকাখানার মালিক ,
কর বিনিয়োগ আমার দেশে, সংখ্যায় অধিক ।"


(২৪-০৬-২০২৩)
সাফ > সমাপ্ত , পরিষ্কার ।