দুঃখী কেন জনতা ? নেতা কয় ,
তার জীবনাচার অপকর্ম, সময় অপচয় !
আমি যে রাতদিন খাঁটি
অহার-বিহার, সুখ-সংসার করি মাটি !
তবু কুৎসা রটায় লোকে
আমি নাকি কাঁদি না কোন মরণ শোকে !
প্রতিটি সৈনিকের আত্মবলিতে
কাঁদি অহরহঃ সন্ধ্যা ও প্রভাতে !


আমর হাত না যদি কিষাণের প্রাণ যায়
ওদের মৃত্যু বিরোধীদের পাল্লায় ।
এত সমালোচনা কেন আজ দেশে ?
আমি শাসক , চিন্তায় থাকি হতাশে ।
বর্গ-ধর্ম নীতি করতে চাই আবাদ
বিপক্ষ দেয় হতাশায়- অপবাদ ;
ভেবে পাই না উপায় রাস্তা ,
যদিও এ দোষারোপ, পাগলের প্রলাপ যথা ।


(১১-০৬-২০২৩)