নেতার ভাষণ, তিনি বরপুষ্ট
সদা সহায় বিধাতা ,
তাই নেতা গর্বে বলেন যা-তা !
মগজে না দিয়ে শান
নেতা চায় সে করতে প্রমাণ
তার বিনে এ দেশ অচল ,
নেতা যেন পবিত্র গঙ্গাজল ।


গণতন্ত্রে নেতাই যে সর্বোপরি
ভোটে দাও- ঝুলি ভরি ,
সর্বদা ভাষণে নেতা কয়
আমার জয়, তবেই দেশের জয় !


স্বগর্বে এখনো কৃতদাস-দাসীধারা যুগ ,
নেতার মনোবাঞ্ছা-শয়নে-স্বপনে খুব
আগে আরো দৃঢ় হোক এ বন্ধন ।
হে ! মোর প্রাণপ্রিয় বন্ধু জনগণ ,
ন্যাস্ত কর নেতার প্রতি অন্তঃকরণ ।


হে জনগণ ! জাগুক জ্ঞান-সুবোধ
সুখ প্রাপ্তিতে চাই শুধু ভোট ,
আজ ঘুরি, দুয়ারে- দুয়ারে
ভোট জন্য, শ্রদ্ধা করি চরণ ধরে ।


(০৮-০৬-২০২৩)