ভাষণেই নেতার দেশ উদ্ধার
যদিও শোষণ ধরণ-ধারা নবখরতর ;
অভাবির ত্রাহি-ত্রাহি ডাক- চারিধার ,
নেতার না মাথাব্যথা এসব চিন্তার ।


তাঁর যদি না গুণ, ছল-চাতুরী ভাষণকলা
জনতা মারতে পারে তাঁর মঞ্চে ঢেলা !
হাওয়াই স্বর্গ রচনা নেতার কাজ
সকলের বিশ্বাসী আত্মা, সরল সাজ ।


ক্ষতায়, ভাষণে করছে সর্বস্তর স্তব্ধ ,
সমস্ত দেশ নেতার মোহপাশে আবদ্ধ !
প্রতিটি ভাষণ , পরিপাটি -নিখুঁত
জনতা অনায়াসে ভোলে সর্বদুখ্ ।


মড়কের মাঝে জীবনোন্মেষ
জনতা, ভাষণে প্রাণ-জল পায় অশেষ ,
এ ভাষণকলা--- চমৎকার !!
নেতা, অপকর্মেও বিজয়ী প্রতিবার ।


(১৩-০৬-২০২৩)