বিদেশ ভূঁই এ নেতার ভাষণ ,
আমার দেশ এখন মুক্ত শোষণ
দেশে, সবারে জানাই আমন্ত্রণ ,
মত্ মত কলকারখানা গড়ো
আমরা চাই দেশ উন্নয়ন -
মুক্তদ্বার, কর নিবেশ যত পারো ।


বাঘের ঘরে লম্ফঝম্প
বাঘের ধরে না গায়ে কম্প ,
ঘাপটি মেরে আছে বাঘ
সুযোগ পেলেই করবে অবাক !
সমঝোতা ও কথা ছিল
সময়ে তারা ধোঁকা দিল -
পায় না দেশ ক্রাইজনিক ইঞ্জিন ,
রকেট নির্মাণে আসে দুর্দিন ।
এ সব ইতিহাস নেতাজী ভুলে
ভাষণ দিয়ে যান মনটি খুলে ।


(২৫-০৬-২০২৩)
ভারতের রকেট টেকনোলাজি কাজে , সমঝোতা হওয়া সত্ত্বে ও অমেরিকা ক্রাইজনিক ই়ঞ্জিন দেয় নাই, রাশিয়া দেয় ।