নেতার সারা জীবন পণ,-ভাষণ ,
ভাষণেই উন্নতির সোপান- প্রোমশন ।
জিহ্বায় নেই কো কোন হাড় -
সেথা আছে ছল-ছুরি, প্রবল ধার !
তাকে ঘুরাও ,তিনশত ষাট ডিগ্রী
কত বিচিত্র প্রলোভন বেরোয় আকছার ।


ভাষণে বলে যান নেতা ,
এবার সর্বত্র কাটব- উন্নয়ন ফিতা ;
আমার আদর্শকে মনে রেখ- ধ্যান ,
ভরবে ঘরে ঘরে সুখ, দুঃখ পরিত্রাণ ।


নেতাই স্বর্গ, নেতাই পিতা
এ নেতা যে সৃষ্ট, স্বয়ং বিধাতা ;
নেতা বিহীন জনতা রুগ্নতায় সেজে ,
নেতা আছে তাই-- জনতা বেঁচে ।
সুবে-শাম যেমনে ডাক প্রভুনাম
নেতার প্রতি তেমনি দিও মূল্য-দাম ।


(০৬-০৭-২০২৩)
আকছার > সর্বদা ।