নেতা দেয় ভাষণ, তিনঘন্টা ধরে !
এ নাকি অভ্যাসের দাস ,ভাষণ করে করে ,
প্রতি ভাষণে সে বুঝায় তাঁর ভাষণ মর্ম
একই কথা রটে শতবার
দেশটা গড়বে, ধনে-মানে-সম্পদে সে প্রথর ।


সোনার চিড়িয়া, সে ধারা বইবে চতুর্দিক
পবিত্র গঙ্গাসম উন্নতির সে প্রবাহ
সে চায় এ কথা সবে সত্য মেনে নিক ।
জীবনের আরাধ্য কর্ম- পণ
দেশে নবজোয়ারে ভরবে অনুক্ষণ
সাথে আসবে আধ্মাত্মিক উন্নয়ন ।


সাধু-সন্ত তার কাজে উদগ্রীব
নেতার সুরে গায় একসুরে গীত ,
কি এমন কঠিন কাজ ধর্ম জাগরণ ?
“গোশালা খোলা, গো-মাতার চরণ বন্দন” !
প্রচুর রাখাল পাবে কাজ
এ ভাবেই উঠে দাঁড়াবে নিষ্পেষিত দলীত সমাজ ,
“তীর্থ কর, কপাল ঠোঁক”, ভরবে পেট -
কেহ বাধা দেবে না, মাথা হবে না হেট্ ।


(১8-০২-২০২৩