যা কিছু বলা গদি প্রাপ্তির পূর্ব সন্ধ্যায় –
নেতা সে সব আজ দিব্যি ভুলে যায় !
নির্মূলে ভ্রষ্টাচার; দ্রব্যমূল্য কম করা তার ,
পর্দাফাঁস করা, সুইজ ব্যাঙ্কের টাকার ।


এখন নবপায়তারা, চলছে তোড়জোড় -
প্রচণ্ড প্রচার ! আগে চাকরীর সুখবর ।
বিভেদ এবং শাসন, ইংরেজ শেখানো বুলি ,
আভাসে নেতার ভাষণ, এমনি সুর তুলি ।


ভোট দিয়ে, হাত-পা ধুয়ে, উঠে বসো চাঙে ,
জনতা-সমাজ-দেশ জাগবে, মাছরাঙ্গা- রঙে !
এটাই গোপন মুখ্য শাসন রীত –
হে বন্ধু জনগণ ! চিরদিন নেতারে করিও পিরিত ।

(১০-০৬-২০২৩)