নেতা জানেন দেশের হালচাল- লোকচরিত্র ,
ধার্মিক, সরল-সৎ , তোষামদে ভোলে সর্বত্র ;
এ ভাবনার সুযোগ নিয়ে
কত রঙ্গ-তামাশা রচিয়ে
নেতার সাম্রাজ্য জনমাঝে তাঁরই চারণ ক্ষেত্র ।


ভাষণে , আপনত্ব ছদ্ম ভাবনায় মিশে
আশায় জনতারে বাঁধে- মোহপাশে ,
প্রগল্ভ কথন শুধু স্বার্থ দূষণ
নেতার জীবন চলে এ ধারায় অনুক্ষণ ।


সর্বদেশ ঘুরে নেতা- বাড়ায় অভিজ্ঞতা
ভাষণে বলেন সে চাঁদ-তারার কত কথা ,
হীরা জহরৎ মোহরে ভরবে এবার দেশ
থাকবে না আর দেশে দারিদ্র্যতার-ক্লেশ ।


বুলডোজারে করবে সাফ দুর্নীতির জাল
সেবক, আমলা, হবে না ঘুষে মালামাল ;
নেতা মাতিয়ে-দাপিয়ে বেড়ায়-দেশক্ষিতি ,
প্রতিটি ভাষণ দিখাবটি !- ছলনা ভাতি ।


(১১-০৬-২০২৩)