বিদেশের মাটিতে নেতার ভাষণ
সাদর বিনতী, শোন হে বন্ধুগণ !
পড়শীকে ঘিরতে, চাই অস্ত্র ,
তুমি যে আমার ভরসার মূলসূত্র ।


দেশে ‘কর’ আদায় ; বেশ উদ্দমে চলে
দেখ আজ যাই মোরা- উপরে মঙ্গলে ,
যাত্রায় অটোর চাইতে পড়ে খরচা কম
তবে ফেরত আনায় এখনো হয়নি দম ।
চাঁদে যদিও হয় গড়বড়ি
তবু আবারও রকেট পাঠাব তাড়াতাড়ি ।


স্কুল খুলে কি লাভ ?
বিদেশে পড়বে , কিসের অভাব ?
লোন দেব ,জমি বেচে হবে শোধ
কর্ম বিদেশে, যাতায়াত সুগম, না বিরোধ ।
এ ভাবেই বাড়বে শিক্ষার হার ,
শিক্ষার নীতি আজ এমনি ভাবনার ।


(২৪-০৬-২০২৩)
মঙ্গলে > মঙ্গল গ্রহে ।