নেতার ভাষণ, বিদেশের ভূঁই
কথা, সুবাসিত সদ্যফোটা জুঁই !!
যা ছিল মুখ্যজ্ঞান আপন ঝুলিতে -
প্রথম বুলিতে, নেতা চান বলিতে ,
করতালি ধ্বনি, জয়- জয়কার ,
বুঝতে বাকি না , বক্তব্য বক্তার !
লোক চরিয়ে যারা বাঁচে- চর্বচুষ্যে ,
তাঁরা বুঝে ফেলেন সারমর্ম,- প্রকাশ্যে ।
কাদের সাথে কথা, মাপে না ওজন ,
ভাবনারা পিছিয়ে কয়েক যোজন !
নেতার বুদ্ধিমত্তার তারা পায় প্রকাশ ,
ফাও কথা বলেই চলেন ভাষণে -
বাচনে নেতা, হন না হতাশ !


(২৪-০৬-২০২৩)