কোন্ 'কলা' ? সর্বঘটে শোভিত হয় -
সে সঠিক বাক্য, নেতার 'ভাষণকলা' নিশ্চয় !
যেখানে যায় নি- রবি ও কবি
সেথায় সর্বত্র নেতার বোধ-জ্ঞান আছে সবি ,
হোক না উৎকট প্রতিটি বচন
প্রবুদ্ধ যতো বুদ্ধিজীবীগণ
হলেও বদহজম, সহ্যতে নেতার ভাষণ !
শুনতে ছাত্রসম বাধ্য, তার প্রতিটি চরণ ।


তাঁর ভাষণে বিচারক, প্রভাষক
কবি লেখক গায়ক , চিকিৎসক ,
পেলে হয় কালান্তরে সুযোগ
ভাষণে পেতেই হবে দুর্ভোগ ।


মুখে তো নাই আঁটা, কলুপ-খিল ,
অহরহঃ নেতা করেণ--তিল্-বিল্
আছে অযাচিত কথার বিস্তর বিল -
সহজে জিতে নেয় জনতার দিল্ ।
শ্রোতা জালে বাঁধা, করে ছটফট্ -
চল খৈফোটা ভাষণ ; অনর্গল কপট ।


(১২-০৬-২০২৩)
বিস্তর বিল > অঢেল ফাঁকা স্থান । দিল্ > হৃদয় ।