দেশ নির্মাণে নেতা , যোগ্য কাণ্ডারী-মাঝি ,
তাঁর কোমরে গোঁজা- দেশ উদ্ধারের চাবি !
এ ওর দোষারোপে নেতা ভাষণে ভীষণ মেতে
এ এক কলা -আচরণে সুখ্যাতি পেতে ;
এও এক কৌশল ছেলে ভুলানো চরিত্র-
নেতা এ কলায় মাহির- দক্ষ নক্ষত্র ।


জাত-পাত ,বর্গ ,ধর্মকথা নিয়ে
জনতা আফিঙে যেন রয় ঝিমিয়ে ;
এ ও নেতার কুর্সির অপসংস্কৃতির মোহ -
জনমাঝে ভাষণে বাড়ান ভীষণ উৎসাহ ।
এই তো নেতার রাজ করার হাতিয়ার ,
এ মুখ্য বিচারে দেশে ঘনায় অশুভ সমাচার ।


(১৮-০৬-২০২৩)
মাহির > পারদর্শী , দক্ষতা সম্পন্ন ।