যাঁরা সুযোগ হীনতায় দারিদ্র্যে সদাই -
শিক্ষার তো কোন কথাই নাই !
শিক্ষিত ! তবু অকাজের শিক্ষায় -
দেশের রাজনীতি আসে না ভাবনায় ।


নেতার চিরদিন এটাই পাশার চাল -
লোক চরিয়ে, স্বয়ংভু নেতা
ভাষণ দিয়েই মালামাল ।


অশিক্ষার ফসলে নেতার বাক
যেন দেবপুত্র, বিপদ তারক ;
যথেচ্ছাচারে বকেন অকারণে
বোঝে না শ্রতা তবু-
শান্ত-স্থির মনে শোনে ।
এ এক- যুগের অভিশাপ ,
যথেচ্ছা অপকর্মেও ভাষণে নেতা পায় মাপ !


বাক > বাক্য, এখানে ভাষণ
(১০-০৬-২০২৩)
আমার কাব্য, নেতার ভাষণ-৭ (ব্যঙ্গ) (১০-০৬-২০২৩) ।
“দুঃখ কেবল সাধারণ মানুষ তবুও অন্ধই রয়ে যায়।“
প্রবুদ্ধকবি “আর ইসলাম” তাঁর মনকাড়া মন্তব্যে মুগ্ধ হয়ে এই লেখাটি তাঁর সম্মানে আসরে রাখলাম ।