মন !তুই কেন এতো দামাল রগচটা ?
বয়স হ’ল অনেক ,অবোঝা বারতা ;
ফের পথে, আদরে দে মন -
স্নিগ্ধ সমীরণে ভরুক জীবন ।


হয় না সহ্য তোর আদিখ্যেতা
সয় না মনে আর তিতিক্ষা ;
অভাব কি মোর- শিক্ষার ?
এত কুপ্রবৃত্তির দিস্ সমাচার ।


যা নিয়ে করি রাতদিন বড়াই -
অসময়ের পরিণতি শুনি সাহনাই ;
মন ! তবু হোস না সরল সোজা -
মন, তুই আজ যেন বন্ধ্যা-বাজা !


(০৬-১২-২০২৩)
বারতা  > সমাচার , বৃত্তান্ত ।