কুসুম যখন ফোটে ,কত না সুবাস ছড়ায়
মন ! তোরও তো জন্মলগ্নে
কত না পরিচয় পবিত্রতায় ,
এর কোল ওর কোল
পাস আদর-স্নেহ আর মধুর বোল ।
তবে কেন হোস মলিন- পর লগ্নে -
এর কারণ খুঁজিস কী চিন্তায় ?


পবিত্রতার ছাপ উবে উবে হয় কর্পূর
আগে-পিছে ছড়ায় না সুবাস, দূর-দূর ।
কি এনেছিলি হাতে করে
নিতে আবার আশা, কোল ভরে
হায়রে মন ! সময় সুযোগ তারে- অযতন -
জড়িয়ে ধরে মনে, আপদ-বিপদ অনুক্ষণ ।


(১৮-১২-২০২৩)