ছল-চাতুরী ভরা মন !
আর কত করাবি ভরণ-পোষণ ?
সভ্যতার শিখরে এসে -
দূষিত বিচার ভালোবেসে ,
স্বার্থভাবনা ধরেও অতিশয়
সমাজে কিছু হন মান্য মহাশয় ।
রাখিস কি কোন খবরে ?
এ অমূল্য জীবন হয় ছারখার,--ওরে !
এ পথে ক্ষণস্থায়ী সুখ যদিও মেলে ,
একদা কত মহাত্মার জীবন যায় জলে ।


মন, কত না দেখা ভালোবাসা তার
তাই দেখেও অনাচারের পাহাড় ,
সমাজে না বালাই অনুশোচনার  
ভাবে এটাই বুঝি মুক্তির দুয়ার !
(১৯-১২-২০২৩)