প্রশ্ন >- কেন মার তাকে ?- ও যে ঢোঁড়া সাপ ,
করে নিকো ক্ষতি কারো,- ছেলে বা বুড়ো বাপ ।
না মারলেই কি নয় ?
--তুমি তো জ্ঞানী, সমাজে মানী মহাশয় !
সাপটা এক নিরীহ প্রাণী
কারো ক্ষতি করে না তাও জানি ।


উত্তর >- তবে,- সে সাপের জাত
তাকে দেখলেই আঁতকে ওঠে আঁত !
তার দোষ--- তার রূপ-দৃশ্য
তাই হঠাৎ করে মানুষ হয় অবিমৃশ্য ।
জাতে যদি কেহ করে দোষ ,
সমাজে ভুল বোঝা-বুঝি  
বাড়ে, সবার তরে রোস ।


(০২-০১-২০২৩)
অবিমৃশ্য > অবিবেচক ।