শাসন-প্রশাসন তাঁরা যে বিজ্ঞ
চিত্তে ধারণ, সাদারা- অজ্ঞ ;
হেলার আচরণ অকথ্য উচ্চারণ ,
সাদারা যেন অবজ্ঞার সাধন ।


বাঘের রাজ্যে হরিণ সে ক্ষীণ ,
সাদার দুঃখ-মাতম, চিরদিন ;
রক্ষক যদি ভক্ষক হয়
বাঁচার উৎস ,ধ্বংস- ক্ষয় ।


যুগের কালিমা সাদায় লিপ্ত
এ রাজার বড়াই, পরম তৃপ্ত ,
ইহকাল পরকাল জন্ম ধরে
রাজা ও ধর্ম আষ্টেপৃষ্ঠে ঘিরে ,
আধ্যাত্মির উপদেশে- ফেলে
ধর্মমন্ত্রে, নীরব শোষণ চলে ।


অভাব ! মনোঘরে জ্ঞানবাতি
অবোঝা আসল বস্তুপরিস্থিতি ;
জ্বালাময় গতর, গতর কারণ -
সবই নাকি ঈশ্বরের নিয়ন্ত্রণ ।


(১১-১২-২০২৩)
সাধন > বস্তু । গতর > শরীর । গতর > গত জনমের ।