প্রজ্ঞাবান , ধনবান,-খল ,
যার কাছে, পেশীশক্তি-বল -
তার মতামত হয় না বিফল !
ওদের শ্রীমুখী বাণী সর্বদা সচল ।
তা’, তুমি আমি বললে
তুলো ধোনে ,কলে ফেলে ;
বদনামে চষে বেড়ায়- ধরাতল ।


সাদার কথায় বাস্তবে দুঃখ্
উপহারে ভরা, যুগ-যুগ ;
খোয়াড়, যূপকাষ্ঠ, মেলে খুব !


পুরুত ,গুরু -বলেন,
চুপ থাকাই জীবন সম্বল
এ যে ঋদ্ধ বলার ফল !!


(০৯-১২-২০২৩)