সাদারা ভুলবশতঃ ভূমিতে গড়াগড়ি
করার কিছু নেই !বোধের দৌঁড়া-দৌঁড়ি ;
সহ্যের শিরোমণী, সাদারা যে বোবা
আজীবন সরলে তবুও হায়তোবা ।
এর কারণে আছে নট, ডাণ্ডামারি ,
তাদের হাতে বন্ধক , সরল সারি ।


কালোরে বলতে শেখায়-- ভালো ,
মন-মস্তিষ্ক-বিবেক, তারই হেফজত
পরিশ্রমেও মেলে না ভালো আলো -
ফাটলে জীবন, না রিফু যুক্তির- বাঁধ
এ প্রবৃত্তি এক চলন যেন জন্মজাত ;
অচৈতন্যে বন্দি তার মেধা, অগাথ ।


মুক্তির জন্য তাক, ছেঁড়ে কখন শিকে ,
হয় না পুরণ আশা ,মরণ- দুর্ভিক্ষে ।


(০৭-১২-২০২৩)
সাদা জীবন > সরল জীবন ।
সারি > সমস্ত । তাক > লক্ষ্য , আবার বস্তু রাখার উঁচু জায়গা । ঝুললানো শিকে ।