সুবোধ মানুষ, চায় না পুনঃ হ’তে সে পশু
পাবে লয় , ঝনঝনানী সে খড়্গকৃপাণ
অত্যাচারীর ঘৃণ্য নীতি হবেই প্রত্যাখ্যান ,
দিকে দিকে বধ্যভূমিতে ওড়ে না--
আগের মত আর শকুন দল ;
আসছে সুপথে সে দস্যু মাতাল ,
পরিবর্তন নিয়ে মানবতা ভরা সুর-তাল ।


ইতিহাস মহাসাক্ষী- সুবিচারক
পথপ্রদর্শক তার প্রতিটি পাতা ,
কেহ চায় না পুরাতন সে দুর্ভোগ  
আর জঞ্জালে ভারী মাথা ।


কত অভাগার ভাঙে সুখের ঘর ,
স্রোতস্বিনী রক্তঢেউ ,উন্মাদ ভরা স্বজন পোষণ,
তাণ্ডবের মহামৃত্যু যজ্ঞ ,
প্রতিরোধক দেয়াল ,মনুষ-ই বাধক সবি
তাঁরা চেতনায় জাগ্রত অনেক অনুভবি ।
দিনে দিনে হতে হবে সুধীজন
ইতিহাস ভরবে পুনঃ বিশ্বপ্রেমী
ঘরে ঘরে সে আদর্শ মন ।


লুটের নাম, অণুবিক্ষণে অমিল
দেখা তা’ বড়ো দায় ,
প্রতিটি নাম তলিয়ে গভীরে লীন
অবশ্য হবে ধূমিল তায় ।


(১৯-০১-২০২২)