মনঃ মাঝে পোষা হাজারো জড়তা
আগাছার মত নষ্টের সাজ ,
কী সে কারণ ? গবেষণা দরকার -
চাই কাজে তার,কাট- ছাঁট-বাছ ।
অশুভ অপসারণ ,কঠিন কাজ
যদিও ভরমার এ সমাজ বুকে ,
প্রাচীনতম সে অন্ধবিশ্বাসী শিক্ষা ,
নষ্ট, অর্থ-সময়-শ্রম, ফুঁকে ফুঁকে ।


যে সর্ষে শুদ্ধিকরণ, যদি না পবিত্র  
আরো সেথা যদি বিদ্যমান ভূত ,
হাজার জ্ঞানেও সমাধান মেলে না
বৃথা সব আয়োজন-সহস্র নিযুত ।


চাই আরো কঠোরতম সমীক্ষা ,
আসবে দিন, বিজ্ঞান আজ দ্বারে ,
তাকেও সইতে হয় তীব্র বিরোধ
তবু ,বিজ্ঞানের দান মঙ্গল তরে ।
আগে তারই জ্যোতি-প্রভাবে
পরাহত হবে অন্ধত্ব অজ্ঞান-তালা ,
স্বচ্ছ কাচের ন্যায় হবে পারদর্শী
অচিরে মিটবে, অনেক কষ্ট-জ্বালা ।


(১৪-০৮-২০২২)
ভরমার >প্রচর । বাছ > ছাঁটা, বাছাই । ফুঁকে > নষ্ট, ধ্বংস করে ।