দেখি না কোথাও কমি- জ্ঞান গরীমায়
কেহ হয় সেবক, পূঁজিবাদীর মান্যতায় ,
             মুখে এক, কাজে অন্য রূপ
একটাই স্বরূপ, ধূর্ততা খুব ,
জ্ঞানে ভরা তার সূক্ষ্ম ভাবনা অমোঘ ,
মূলবাঞ্ছা বৃহৎ সংখ্যার শোষণ হোক ।


ছল-চাতুরি , প্রপগাণ্ডা আর ধূর্ত চাল-মতি
মিডিয়া প্রচারে রংধনু শোভে তার জ্যোতি ,
                   ভোলা জনতা শিশুর বুদ্ধি
বিশ্বাসে অন্ধত্ব তার শ্রীবৃদ্ধি
নিরুপায়, অগত্যা সমর্থনে দেয় নেতারে মত ,
তার হ্যাঁতে-হ্যাঁ মিলায় লিখে দেয় জীবন খত ।


লাভের সৌদা, উত্তম পন্থা, সাধনে যেন প্রকট
হত দারিদ্র্য ,অবোঝা মনে ,বাঁচতে কর্মে কর্মঠ
                খাটে , নিজ রক্ত করে জল
অবোধ ! কে আসল কে খল
ঈশ্বর চিন্তা আস্থায় ভরে ,ভাবনায় সর্বাধিক
এমনি সব ধনিক পোষক মেকি চিন্তা-অধিক ।


(১৯-০২-২০২৩)