পর পিছে হুল ফুঁটিয়ে উৎরে কত যায় ,
পরের ঘরে আগুন দিয়ে বাহদুরি দেখায় !
বিচিত্র এই পৃথিবীর মায়া
অপকর্মে ফেলে যায় ছায়া ,
আমরা শিখি আগেরা যা শেখায় ।


ফাও কথার অদ্ভূত কারসাজি
সহজে তারাও উৎরে যায় আজি ,
দাঁড় টেনে টেনে জীবন শেষ, --মাঝি
অছুঁত নয়, সেও অপরাধে- কাজী ।


সৎপথের মায়া , জড়িয়ে ধরে সে দুখ্
তৈলমর্দনে ভালে চমকায় খুব-- সুখ !
গোলক ধাঁধাঁয় এ জীবন
যে যমন ধরতে পারে সুখ-রতন ।


(১৬-০৬-২০২৩)