আমরা ভাবি আপন-আপন
করি পর মঙ্গলে দিন যাপন ,
কত খল, চোর, অবুঝ চেতন
বিষে ভরে রাখে তার আঙন ।


আমরা ভাবি পর সেবায় সুখ
আর্ত দুঃখী তরে- করি দুখ্ ,
কিছু স্বার্থী লোভাতুর কাতর
মিথ্যা ছলে দেখায় আদর ।


আমরা ভাবি সংরক্ষণে সম্পদ
আগের পিঁড়ির কাটুক বিপদ ,
কিছু লুটেরা- চালায় লুন্ঠন
অমূল্য জীবনও করে হরণ ।


জীবনে বাঁচাটা, ধর্ম কিসের ,
হবে কী মুক্তি এ মহা বিষের ?
এ বিষয়ে মানব উদাস ভারি
মহান তাঁরা হয় পরোপকারী ,
বিনা দোষে পরেও হাতকড়ি ।


(২৯-০৯-২০২২)