জগৎটা লুটের মহাআড্ডা
দুষ্টের গর্বভাব, হাঁকডাক খুব ,
কে কারে কত ছলতে পারে
তপজপে ছলের জাগ্রত রূপ ।


উপরের সাজ, বিচিত্র সঙ্
দয়ালু নম্র-ভদ্র , কত কি !
রূপখানা সুশ্রী চাঁদবদন- ঢং
কাজে দেখ- ভেল্কি আর ভেল্কি ।


হতে পারে ধন-দৌলতে মানী
বিদ্যায় নৈপুণ্যে, গুণী অগাধ ,
লালসায় না মুক্ত, হলেও ধনী
সমাজে তারস্বরে ডাকে প্রমাদ ।


ভীষণ চালাক চতুরাই কর্মযজ্ঞে ,
জগৎ কল্যাণে যেন পথপ্রদর্শক ;
আবার বুদ্ধিগুণে গড়ন সুযোগ্যে
ধর্মে মানবতাহীন , মাত্র শোষক ।


(২৬-১২-২০২০)