যৌবনটা যে এক মধুরহাঁড়ি
অমৃতময় সম্পদ ,
সাথে থাকলে বিপদ কাটে
অনেক কাল যাবৎ ।


অসময় সব খেয়ে-দেয়ে
করিস না যেন সাবাড় ,
তার ভরসায় মধুময় জীবন
জীবন মানে না হার ।


সাবধানে রাখ শিকেয় তুলে
বিড়ালে না মারে হাঁড়ি ,
সামলিয়ে খাস হিসাব করে
শেষ করিস না সারি ।


শক্তি-সামর্থ বজায় থাকে
খেলে দীর্ঘ্যদিন ,
তার অভাবে ফলে বিষফল
অকালে দীন-হীন ।


যখন-তখন না করা খরচ
হিসাব করেই চলা ,
তবু সব ভুলে অমিতব্যয়ী
উপদেশ অমান্য-হেলা ।


অসময় ফুরালে হাঁড়ির মধু
গালেতে কেবল হাত !
পেয়েও খাবার সামনে অঢেল
ধরাই রয় যে পাত্ ।


(০৭-০১-২০২৩)
সারি > সমস্ত । পাত্ > থালা ।