আমি তুমি সচেতন, বোদ্ধা মন
ভোট দেই রামকে করে যতন ,
এ কি আশ্চর্য্য ! জেতার পরে  
ভেলকি চালে ভাগ্য যায় ঘুরে !
ভীষণ ধোঁকা, স্বার্থ বুদ্ধি ভরে
দল বদলে রাম, রাবণ ধরে ,
ফাঁকে, সহজে মন্ত্রীপদ পায়
বাকরুদ্ধ হয় সরল জনতায় ।


আমি তুমি হাত মলতে থাকি
ভেলকির চালে সর্ষেফুল দেখি !
নেতার চরিত্র যদি হয় বাঁকা -
দেশের ভোলা সাধারণ জনের
ভাগ্য যেন অন্ধকার- আঁকা ;
এ যদি হয় নেতার ব্যবহার ,
হবে না সমস্যার -প্রতিকার ।


(৩০-১১-২০২৩)