কত আদর ভরা মন , নেতার
বাড়ীর খেয়ে বনের মোষ তাড়ানোর
চিত্তে ভরা, অশেষ গুণাবলী, সুখবর !
খুব খাটে ,নিজঅর্থ ব্যয়- আশ্বাষণ
আভাস, কত না মানব সেবায় মন ।


নেতা শাসন পেয়ে
সমস্ত গুণাবলী যায় উবে -
জীবনের খেয়াল, রঙিন স্বপ্নে ;
বিদেশেও বাড়ী শুভ লগ্নে !
এক টুকরো রুটির জন্য মারামারি !
রস শূন্য আঁঠির মত গরীব যায় গড়াগড়ি ।


(১৭-১২-২০২৩)
দীপ্তি রায়১৭/১২/২০২৩, ১৯:১৭ মি:
"বঙ্গে রঙে ভোট লোক দেখানো বাঁধে জোট ,
দ্রব্যমূল্য মাথায় চোট সাধারণ মানুষ ছটপট !
ভোট কেবল বাহানা এরা শুধু সবাই শেয়ানা,
শেয়ানে শেয়ানে বাঁধে জোট এইতো পরিক্ল্পনা !"


(১৭-১২-২০২৩) এ সম্মানীয়া কবি দীপ্তি রায়ের অপূর্ব মনকাড়া মন্তবে তাঁর সম্মানে আমার এ কাব্য উৎসর্গ করা ।