ভোটঝড় যখন ওঠে
সাজ সাজ রব মাঠেঘাটে
কত অকালে ঝরে পরাণ
মিথ্যার বাড়- বাড়ন্ত মান ।
কি যে হবে আগে না-কল্পনা !
খড়কুটো ধোপে টেঁকে না ;
ভোট খেলায় ফলে কত মাকাল
হবিতব্য, ভবিতব্য, ভাগ্য যে কপাল
ঘুঁটে কুড়োয় তণ্ডীচরণ
পাল্কী চড়ে গোপাল !


টাকায় মেলে বাঘের চোখ
জয়তে সবপন্থা করেন প্রয়োগ ।
ভোটঝড়ে- ভাগ্য হয় নড়বড়
হারা প্রার্থীর কান্না সার তার ।


সাধারণ ভোট দেয় যে মাতি
ওদের তো হয় না সুসংগতি !
ঝড়ের পর আম কারা খায় ?
যে ধরতে পারে, তার পাতে যায় ।
অসহায় গণতন্ত্র যুগ যুগ ধরে
খাজনার ভার বাড়ে, গরীবের ’পরে ।


(১৯-১১-২০২৩)