ভোটে জেতার মূল্য সে টাকা
অন্য সব সৎ প্রচেষ্টা- ফাঁকা ;
অবিরাম ঘড়-ঘড় রথের চাকা
টাকায় কেলেঙ্কারী রয় ঢাকা ।


অপুষ্ট অনাহারে মরে না শিশু
রাত দুপুরে ঠেঁসে-ঠেঁসে কিছু
খেতে দেয় ভোট বদ্যি- দাশু ;
এ এক বিটিত্র সংযোগ
কাল যে ভোট ! তারই সুযোগ ।


ওস্তাদের মার নাকি শেষ রাত -
টাকায় ফেরাতে হবে যে বরাত্ ;
লিখে দাও না কেন অশুভ খত্
রাতের অন্ধকারে নেতার যত্ত
অভাব কারণ, কাজে কত ছুতো ,
ক্ষীর বেটে নেতার বাজিমাৎ ।


(০৮-১২-২০২৩)