পুঁজিতন্ত্র, এমনি অদৃশ্য সূতোর জাল ,
শেল হয়ে প্রবেশ করে, ডাকে কাল !
চতুর-স্বার্থী, জ্ঞানী ,কর্মঠ বাস্তুকার -
সম্মোহনে , অভিনয়ে, পটু শিল্পকার ।
দল পালটায় নীতির অপিবর্তন-অটুট
কর্মীরা ঘুরে ফিরে পরে ঐ নীতির মুকুট ।


ভোলা মন, ভোট দানে নেয় যতন ,
রজনীর স্বপ্ন,  সে-মোহে আত্ম-মগন ।
এ ধারায় দৈব চিন্তায় বিশ্বাস ভরে
নিয়মে নদীরকূল ভাঙ্গে আর গড়ে ,
ভালো বোঝে, সুখ-দুঃখ না কারো হাতে -
ফাঁকতালে পুঁজিধর্মী সে 'কেল্লা করে ফতে' ।


(০৪-০৩-২০২৩)
'কেল্লা করে ফতে' > সম্পদ লুটে নেয় ।