তূণে, যতো ছিল বিষাক্ত তীর
এক এক করে মারা লক্ষ্যমূলে ,
মেটে না লাভাসম প্রতিশোধ
আরো বাড়ে কষ্ট ! বক্ষস্থলে ।


আর কি পথ ? দূরিতে দুর্ভোগ
অহরহঃ বাড়ায় চিন্তন ,
দেখে এমনি বিপদ-পরিস্থিতি
এ কাজে প্রভুকে ডাকা হোক ;
ইচ্ছা ভীষণ ! জড়াতে সঙ্গসাথী
পাড়াপড়োশী, আত্মীয় স্বজন ।


শড়ন ধরলে অস্তি-মজ্জায়
রক্তপূঁজে ধরা দেয় প্রতিক্রিয়ায় ,
দেহ জুড়ে অসহ্য বিষফোঁড়া !
জমা অপগুণ হয় না প্রতিরোধ
আজ না হয় কাল, এ ক্রোধ -
ঝড়সম বিস্তার হয় ব্যাপক ধরা ।


শিক্ষার কি দরকার ?
ছিঁড়ে ফেলা হোক
সর্বধর্মগ্রন্থ যার-যার ।


(২৯-১০-২০২৩)
অনুরোধ-প্রার্থনা , সাধারণ- সচরাচর কথা, কেহ নেবেন না গায়ে ধরে ব্যথা-অযথা ।