অস্ত্রশানে ব্যস্ত, ঘর্মাক্ত দেহ ,
নিরীহ পেয়ে না কোন লাজ
কোপে কোপে কাটি কচুগাছ ;
একাজে বাঁধা দেয় না কেহ ।


স্বভাবে গড়ে ,যথেক বিচার
কেড়ে খেতে শিখি পর-আহার ;
কোন্ ধর্মে, কোন্ সে সুবোধ ?
শিক্ষায় দেয় এ হেন সমাচার ।


শিক্ষা এ আবার কি !
সব শিখি ,দেখে দেখে জ্ঞাতি ।


এক শিয়াল যদি দেয় ডাক
আগ দেখে না পাছ -
সত্য মিথ্যার নাই যাচ ;
তারস্বরে ডেকে করে অবাক !
একতাই বল, শক্তির ফসল ,
নৈতিকতা, ধৈর্য, এসব অচল !!


(২৯-১০-২০২৩)
অনুরোধ- প্রার্থনা ,সাধারণ সচরাচর কথা, কেহ নেবেন না গায়ে ধরে ব্যথা-অযথা ।