বর্ষা শেষে মাঠ -প্রান্তর
সবুজে ঢাকা সাজ -
তিড়িং তিড়িং ফড়িংগুলো
নাচছে বেজায় আজ ,
তা’ দেখে সব হট্টিটিরা
তাক-বাগিয়ে আছে ,
লম্বা লম্বা ঠ্যাং চালিয়ে
ব্যাস্ত আহার কাজে ।
সুঁচলো ঠোঁটে হুল ফুটিয়ে
ফড়িং পোরে মুখে
শক্তিবানেরা মদেমত্ত
জীবন ভরা সুখে ।


বলহীন তাদের এমনি দশা
বাঁচায় কষ্ট -দুখ্ ,
প্রকৃতির দান এমনি বিচার
মানুষও মানে খুব ।
তাই তো ভরা ধনী-গরীব ,
দুর্বলের হাহাকার -
স্বর্গ মর্ত্য পাতাল জুড়ে
একই যেন আচার !


(২২-০৮-২০২২)