প্রতিবাদী মন, বড় বিপদের ! ঝুঁকির
এমতঃ মনোভাবনা প্রসবে কষ্ট মেলে সুখীর ;
পরসেবায় কর্মে-যদি মনটি ভরা
প্রতিবাদী মন নিয়ে--যদি হয় মাতোয়ারা ;
পদে-পদে বিপদ হতে হয় সমাজ ছাড়া !


স্নান করব কিন্তু চুল ভিজাব না
প্রতিবাদে এ সব বাহানা চলে না ।
প্রতিবাদী সে মাথায় কফনের কাপড় বেঁধে ,
মানব সমাজের -দায়িত্ব  নিয়েছেন কাঁধে ;
দৃঢ় প্রতিজ্ঞারত, মানবে না হার
জীবনটা উৎসর্গ, দেশকাজে ব্রতী তার ।


সমাজ না দেক কোন পুরস্কার
তাঁর শুধু প্রাপ্ত জ্বালাধরা তিরস্কার ;
সাধ করে বরণ ,- কারার অন্ধকার -
তাঁরা ক্ষণজন্মা, ঘেরা যাতণার পাহাড় ।


এক মানসিক অদ্ভূত ধাতুর শরীর
বিনা ঢাল তলোয়ারে অদ্ভূত বীর !
এমনি হয় মহাত্মার জীবন পরিচয় ,
তাঁরাই সংসারে অজেয় অমর হয় ।


(৩১--০৮-২০২৩)