কাকের স্বভাব চক্ষু মুদে
খড়ের চালে ,খাবার রাখে সেরে ,
পরে করবে উদর পূর্তি
তার-আগাম আশা মন ভরে ।


রাজ্য শাসনের কত কায়দা
দুর্বল আঁতে সুড়সুড়ি দিয়ে
সে চতুর নেন সময় মত ফায়দা ,
কত না সূক্ষ্ম বিদ্যা জানা তাঁর
জনবলে বৈতরণী নাওটি বেয়ে
পাঁচ বছর কার্যকাল করেন পার ।


ভেব না মানুষ পায় না টের
তার অপযশ ইতিহাসে স্থান পায় ঢের ,
জনতা সজাগ অতন্দ্র প্রহরী
তারা কক্ষনো চায় না মিথ্যা কোটকাছরি ।


কাক পায় পার, নিজ বিচার বলে ,
শাসকের চলে না রাজ কাজ সারা- ছলে ।
উঠবে ঝড় ! হারাবে বুদ্ধি ,
করো না মোটে কাক স্বভাবে সুনাম বৃদ্ধি ।
অন্যায়ে, ভবিষ্যতে মেলে প্রতিফল আঁচ ,
খসে পড়ে সহজে মস্তকভূষণ-তাজ ।


(২২-১০-২০২২)
ঢের > অনেক ।