ইরাণ থেকে হিজাব ঢেউ
আজ পার করে দেশ, মহাদেশ ;
আছড়ে পড়ে নানা প্রান্তে
তাঁর বন্ধের লাগি, মরিয়া ওরা
জীবনও দানে কেউ-কেউ ।
কথায় বলে চুপ সাধা- নীরবতা
অনেক সময় মনের অজান্তে
প্রকাশ পায় তার মান্যতা ।


বার্লিনে মেলে তার দৃশ্য
তাঁরা সেথায় যে অতি উন্নত
এখানে আসে না কথা -
কারো বিরূদ্ধ ধর্মহানি সে প্রবণতা ,
যুগটাই এমন জাগরণের সময়
চারিদিকে ছড়ায় আলোর জ্যোতি
আজ না কাল বন্ধন হবে মুক্ত
ফিরবে ভাবনায় সুমতি ।


(২৩-১০-২০২২)