এক অকাট্য প্রবাদ আছে- প্রচলন
দেখা, ভাঙা আয়না অশুভ লক্ষণ ,
কাজে দর্শনে , নিজ রূপ চেহারা
বড়ো হতভাগা হয় তারা ।


বাস্তবে আমরা করি সেই কাজটি
কত সুযোগ অকাজে করি মাটি ,
বার-বার বেল তলায় যাই
কত না বিফলতার ধাক্কা খাই ।
স্বভাবদোষ এমনই এক বস্তু-চিজ ,
মনে পুষে আবাদ করি--অশুভ বীজ ।


তবু নেই দুঃখ , অট্টরোলে হাসি
আমরা অনেক উচ্ছিষ্ট ভালোবাসি ।
ভুলের জন্য লাগে না জ্ঞান
অহংকারই যথেষ্ট তার মান ,
এ রোগ আবার যাওয়ার নয়
ভরা যত্রতত্র এ সংসার ময় ,
তাই কপালে বুঝি মেলে কষ্ট ।


(২২-১০-২০২২)