কাক-বকে বাসা বাঁধে, যোগ্যতার মত সাজ
মানুষ সে নয় কো অবুঝ,- বুঝে করে কাজ ,
আছে ব্রহ্মাণ্ডের শিক্ষা অনেক অনেক আজ ।
জীবনধারায় পরিবর্তন আসে , হঠাৎ করে নয়
কত কত মহাজ্ঞানী অক্লান্ত কৃচ্ছ্রসাধনে তন্ময় ,
প্রভুত বিবেক প্রচেষ্টায় আজ বিশ্ব করেন জয় ।


জগতের জ্ঞানচমক আজ বড়ো চমৎকার !
বুঝতে আছে দরকার সে সব মহিমার ,
মানুষের কর্মের সে ফলন- প্রসাদ
রূপ-রস-গন্ধ-স্বাদ যে অপার ।
সুন্দর সুখের দেখি তার হাবভাব ,
যে ধরেছে কালের এই ছাপ-
একদিকে পরাজয়
তবু আছে অযুতে ভরা সন্তাপ ।


(২২-১০-২০২২)