মশা-মাছি মত যার যেমন মন
নেশাভরা ভাব অজানা আকিঞ্চন ,
দুর্গন্ধতে হয় আগ্রহী, জ্বালাতন
রত জীবন, শড়ন পেলে মগন ।
ঘরে থাক বা না থাক খোরাক, ধন
জনমাঝে ঘোরা-ওড়া, ভন্-ভন্
কোনকালে সুমতির হয় না উত্তরণ ,
ক্ষুদ্র কর্মে ভরা তার তপোবন ।
বড়ো চিটেগুড় আশা জ্ঞান
আবার কাজেও চায় উঁচ্চ সম্মান !
অন্তরে ঝাঁকে না তার কর্মমান ,
যেন, হাবভাবে উঠতি মহিয়ান  
সুনাম চায়, ব্যাপ্তি আশমান ।


(২১-০৯-২০২১)